চ্যাম্পিয়ন হতে এসেছি, ঘুরে দাঁড়াবোই—জাকের

চ্যাম্পিয়ন হতে এসেছি, ঘুরে দাঁড়াবোই—জাকের

প্রথম ম্যাচে দাপটের সঙ্গেই জিতেছেন তারা। শ্রীলংকার বিপক্ষে জিতলেই নিশ্চিত হতো সুপার ফোর। তবে লংকানদের কাছে বাজেভাবে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ। এমন পরিস্থিতিতেও বাংলাদেশ ব্যাটার জাকের আলী বলছেন, তারা চ্যাম্পিয়ন হতে এসেছেন, এখনই হাল ছাড়বেন না।

আবুধাবিতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে মাত্র ১৩৯ রান তুলতে পেরেছিল বাংলাদেশ। শ্রীলংকা সেটা টপকে গেছেন ৩২ বল হাতে রেখেই। এতে নেট রান রেটেও বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। সুপার ফোরে যেতে হলে তাই শুধু আফগানদের হারাতেই হবে না, জিততে হবে বড় ব্যবধানেও।

জাকের তাও পরের রাউন্ডে যাওয়ার আশা ছাড়ছেন না, ‘আশা ছাড়ার কোনো প্রশ্নই আসে না। আমরা ম্যাচ জেতার জন্য খেলব। এই ম্যাচেও আমরা জেতার মানসিকতা নিয়ে এসেছিলাম, হয়নি। পরের ম্যাচেও জেতার মানসিকতা নিয়েই যাব। এ ছাড়া তো আর উপায় নেই। আমরা তো টুর্নামেন্টে শুধু ম্যাচ খেলতে আসিনি, আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য এসেছি। এক ম্যাচ হেরে আশা বাদ দেওয়া যাবে না।’

পাওয়ার প্লেতে ভালো করতে না পারাকেই হারের জন্য দুষলেন জাকের, ‘ আমরা ‘গুড স্টেট অব মাইন্ডেই’ ছিলাম। ভালো না করলে অনেক কিছুই মনে হবে। পাওয়ারপ্লেতে এত বেশি উইকেট হারালে আসলে বড় স্কোর করা খুব কঠিন হয়ে যায়। আমি পাটোয়ারী চেষ্টা করেছি যত বেশি রান করা যায়। হাতে উইকেট থাকলে হয়ত আরও বেশি ঝুঁকি নেওয়া যেত।’

আগামী ১৬ সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

Scroll to Top