ঢাকা, ১০ সেপ্টেম্বর – এশিয়া কাপের এবারের আসর শুরু হয়েছে গতকাল। আগামীকাল নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। গ্রুপ পর্বে টাইগারদের প্রতিপক্ষ হংকং। বাংলাদেশ দলের ব্যাটিং নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। বিশেষ করে বড় শট খেলতে না পারায় সমালোচনার মুখে পড়তে হয় টাইগারদের। তবে ব্যাটার লিটন দাস মনে করেন, ছক্কা মারার চেয়ে স্মার্ট ক্রিকেট খেলা দলের জন্য বেশি কার্যকর হবে।
বুধবার(১০সেপ্টেম্বর) আবুধাবিতে ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে লিটন বলেন,টি-টোয়েন্টি ফরম্যাটে বড় ছক্কা মারা অবশ্যই বাড়তি সুবিধা। তবে শুধু ছয় মারলেই হবে না, ম্যাচে পরিস্থিতি বুঝে খেলাটাই আসল বিষয়। বাউন্ডারি কোথায় আছে, প্রতিপক্ষ কেমন এসব বোঝাই হলো স্মার্ট ক্রিকেট।
সাম্প্রতিক নেদারল্যান্ডস সিরিজে টানা দুই ম্যাচে বড় ব্যবধানে জয় পেয়েছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে আট উইকেটে ও দ্বিতীয় ম্যাচে নয় উইকেটে জয় লাভ করে টাইগাররা। ফলে মিডল অর্ডার ব্যাটারদের ব্যাট করার সুযোগ তেমন আসেনি।
এ প্রসঙ্গে লিটন বলেন, আমাদের টপ অর্ডার সম্প্রতি দারুণ খেলছে। তাই মিডল অর্ডারের কাছে দায়িত্ব কমই এসেছে। তবে যখনই তাদের সুযোগ আসবে, তারা আগের মতোই দায়িত্ব নিয়ে ঘুরে দাঁড়াবে। আমি তাদের ওপর ভরসা রাখি। বৃহস্পতিবারের (১১ সেপ্টেম্বর) ম্যাচে লিটনের নেতৃত্বে ব্যাট হাতে শুরুটা কেমন হয়, সেটাই এখন দেখার অপেক্ষা ক্রিকেটপ্রেমীদের।
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১০ সেপ্টেম্বর ২০২৫