৬৩ বছর বয়সে মারা গেলেন দ্য টেলিগ্রাফ সম্পাদক শঙ্করশন ঠাকুর | চ্যানেল আই অনলাইন

৬৩ বছর বয়সে মারা গেলেন দ্য টেলিগ্রাফ সম্পাদক শঙ্করশন ঠাকুর | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

মারা গেছেন ভারতের প্রবীণ সাংবাদিক ও দ্য টেলিগ্রাফের সাবেক সম্পাদক শঙ্করশন ঠাকুর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

সোমবার (৮ সেপ্টেম্বর সকালে) মারা গেছেন বলে জানায় ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য ওয়্যার ইন’।

শঙ্করশন ঠাকুর ২০২৩ সালে দ্য টেলিগ্রাফের সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন, এর আগে তিনি সংবাদপত্রের জাতীয় বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি পাটনার সেন্ট জেভিয়ার্স এবং দিল্লির সেন্ট জেভিয়ার্সে পড়াশোনা করেন। ১৯৮৩ সালে তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের হিন্দু কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এর পরপরই তিনি সাংবাদিকতায় যুক্তহন। ১৯৮৪ সালে সানডে ম্যাগাজিনে যোগ দেন। তিনি দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এবং তেহেলকাতেও কাজ করেন।

শঙ্করশন ঠাকুর বিহার ও কাশ্মীর নিয়ে ব্যাপকভাবে লিখেছেন। তার বইগুলির মধ্যে রয়েছে লালু প্রসাদ যাদবের রাজনৈতিক জীবনী ‘সাঅল্টার্ন সাহেব’, ‘‘নীতীশ কুমারের জীবনী’’, ‘‘সিঙ্গেল ম্যান’’ এবং লালু ও নীতিশের রাজনৈতিক উপদেষ্টা ‘‘দ্য ব্রাদার্স বিহারী।’’

২০০১ সালে ঠাকুর রাজনৈতিক সাংবাদিকতায় শ্রেষ্ঠত্বের জন্য প্রেম ভাটিয়া পুরস্কার পেয়েছিলেন।

Scroll to Top