আফ্রিকা থেকে সবার আগে বিশ্বকাপের টিকিট পেল মরক্কো

আফ্রিকা থেকে সবার আগে বিশ্বকাপের টিকিট পেল মরক্কো

২০২৬ বিশ্বকাপের বাকি আর অল্প কয়দিন। বিভিন্ন মহাদেশ থেকে এরই মধ্যে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে বেশ কিছু দল। আফ্রিকা অঞ্চল থেকে প্রথম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপের টিকিট কাটল মরক্কো।

বিশ্বকাপের মূল পর্বে খেলার খুব কাছেই ছিল গত আসরে চমক দেখিয়ে সেমিফাইনালে খেলা মরক্কো। বাছাইপর্বের ম্যাচে নাইজার রিপাবলিকের বিপক্ষে মাঠে নেমেছিলেন হাকিমিরা।

মরক্কোর কাছে পাত্তাই পায়নি নাইজার। নাইজারকে ৫-০ গোলে বিধ্বস্ত করে আফ্রিকা অঞ্চল থেকে সবার আগে বিশ্বকাপের মূল পর্বে খেলা নিশ্চিত করেছে মরক্কো।

আফ্রিকা অঞ্চল থেকে আরও ৮টি দেশ সরাসরি খেলতে পারবে ২০২৬ বিশ্বকাপে। বাকি ৪ দেশ খেলার সুযোগ পাবে মহাদেশীয় প্লে-অফে।

এই নিয়ে ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে পৌঁছে গেল ১৭টি দেশ। আগামী বিশ্বকাপে আগের সব রেকর্ড ভেঙে অংশ নেবে ৪৮টি দেশ।

Scroll to Top