ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার মেজর জেনারেল আবদুল্লাহি।
বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর সামাজিক মাধ্যম এক্স -এ দেওয়া এক বার্তায় তিনি এ ঘোষণা দেন।
জেনারেল আবদুল্লাহি বলেন, চাপিয়ে দেওয়া ১২ দিনের যুদ্ধে জায়নিস্ট শত্রু ও তাদের মিত্র যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়েছে। ইরানিদের ঐক্যের ফলেই এ সাফল্য এসেছে। জাতীয় নিরাপত্তা, স্বার্থ এবং ইসলামি বিপ্লবের অর্জন রক্ষায় ইরানের সশস্ত্র বাহিনী সর্বদা তৎপর।
তার মতে, ইরানি বাহিনী বর্তমানে অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি প্রস্তুত এবং উন্নত সামরিক সক্ষমতা অর্জন করেছে। তবে শত্রুপক্ষ এখন মনস্তাত্ত্বিক ও মিডিয়া যুদ্ধের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে।
তিনি উল্লেখ করেন, ১৩ জুন বিনা উসকানিতে ইসরায়েল ইরানের ওপর আগ্রাসন চালিয়ে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী ও বেসামরিক নাগরিকদের হত্যা করে। এর জবাবে আইআরজিসির নেতৃত্বে ইরানি বাহিনী ‘অপারেশন ট্রু প্রমিজ-৩’ চালায়, যেখানে প্রথমবারের মতো ইরানে তৈরি আধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়।
এ অভিযানে শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ভেদ করে দখলকৃত ফিলিস্তিন ভূখণ্ডের সামরিক ঘাঁটি, গোয়েন্দা ও শিল্প প্রতিষ্ঠান এবং জ্বালানি স্থাপনাগুলোতে হামলা চালায়।
চূড়ান্তভাবে ২৪ জুন আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল একতরফাভাবে আগ্রাসন বন্ধের ঘোষণা দেয় যা যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে প্রকাশ করা হয়।