সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। নেপালকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। লাল-সবুজের দলের হয়ে হ্যাটট্রিক করেছেন সুরভী আকন্দ প্রীতি।
ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে ২-১ ব্যবধানে এগিয়ে ছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে একক প্রভাব দেখিয়েছেন প্রীতিরা।
ম্যাচের ৩৯তম মিনিটে থুনুই মারমা এগিয়ে দেন বাংলাদেশকে। এরপর ৪৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন প্রীতি। তবে যোগ করা সময়ে নেপালের ভুমিকা গোল করলে ২-১ ব্যবধানে প্রথমার্ধ শেষ হয়।
দ্বিতীয়ার্ধে আরও গুছিয়ে খেলে বাংলাদেশ। ম্যাচের ৭১ মিনিটে কর্নার থেকে পাওয়া বলে ফাঁকায় দাঁড়ানো প্রীতি সহজ এক টোকায় জালের দেখা পান। এরপর ৮৭ মিনিটে সতীর্থের ক্রস থেকে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন এবং দলের বড় জয় নিশ্চিত করেন তরুণ এই ফরোয়ার্ড।
এই জয়ে চার ম্যাচে তিনটিতে জিতে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে বাংলাদেশ। সমান পয়েন্ট নিয়ে এক ম্যাচ কম খেলে শীর্ষে আছে ভারত। চার দলের এই টুর্নামেন্টে খেলা হচ্ছে ডাবল লিগ পদ্ধতিতে। সর্বোচ্চ পয়েন্টধারী দল হবে চ্যাম্পিয়ন। সমান পয়েন্ট হলে প্রথমে বিবেচনায় আসবে মুখোমুখি লড়াইয়ের ফল, এরপর গোল পার্থক্য।
নেপালের বিপক্ষে বড় জয় আত্মবিশ্বাস বাড়ালেও, শিরোপা জিততে বাংলাদেশকে খেলতে হবে দুটি কঠিন ম্যাচ। যার মধ্যে একটির প্রতিপক্ষ পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ভারত।