আফগানিস্তানে বাস দুর্ঘটনায় নিহত ২৫ | চ্যানেল আই অনলাইন

আফগানিস্তানে বাস দুর্ঘটনায় নিহত ২৫ | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

আফগানিস্তানের রাজধানী কাবুলের কাছে দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারের দিকে যাওয়ার পথে এক বাস দুর্ঘটনায় অন্তত ২৫ জন নিহত হয়েছে। এছাড়াও এই দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২৭ জন।

বুধবার ২৭ আগস্ট বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়, আজ ভোরে কাবুলের উপকণ্ঠে আরঘান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এর আগে সম্প্রতি দেশটির হেরাতে এক ভয়াবহ বাস দুর্ঘটনায় ৭৯ জন নিহত হয়েছিলেন।

একজন জ্যেষ্ঠ তালেবান কর্মকর্তা জানান, বাসটি দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হেলমান্দ এবং কান্দাহার থেকে যাত্রী বহন করছিল এবং রাজধানীর দিকে যাওয়ার সময় এটি উল্টে যায়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কানি বলেন, প্রাথমিকভাবে বেপরোয়া গাড়ি চালানো এই দুর্ঘটনার কারণ বলে ধারণা করা হচ্ছে।

Scroll to Top