গাজায় ইসরায়েলি হামলায় পাঁচ সাংবাদিকসহ নিহত ২০

গাজায় ইসরায়েলি হামলায় পাঁচ সাংবাদিকসহ নিহত ২০

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় পাঁচজন সংবাদকর্মীসহ ২০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা।

সোমবার ২৫ আগস্ট বিবিসি বাংলা জানায়, হাসপাতালটিতে প্রথম হামলায় রয়টার্সের ক্যামেরাম্যান হুসাম আল মাসরি নিহত হয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি।

নিহত সাংবাদিকরা হলেন, অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) ফ্রিল্যান্স সাংবাদিক মারিয়াম দাগাও (৩৩), আল জাজিরা এবং মিডল ইস্ট আই’ এর সাংবাদিক মোহাম্মদ সালামা, মিডল ইস্ট আই এর সাংবাদিক আহমেদ আবু আজিজ এবং এনবিসি টেলিভিশনের মোয়াস আবু তাহা।

এরমধ্যে আহমেদ আবু আজিজ মিডল ইস্ট আই-এ ফ্রিল্যান্স ভিত্তিতে কাজ করতেন এবং খান ইউনিসে ছিলেন। আর মোয়াস আবু তাহা এনবিসি টেলিভিশনে কাজ করেছেন কিনা, তা এখনও নিশ্চিত নয়। এনবিসি জানিয়েছে, তাহা সেখানে কাজ করেননি।

প্রতিবেদনে বলা হয়, হামাস পরিচালিত সিভিল ডিফেন্স জানিয়েছে, প্রাথমিক হামলায় বেশ কয়েকজন নিহত হন এবং উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছানোর এক সেকেন্ডের মধ্যেই অন্যরা নিহত হন।

প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা ওই এলাকায় একটি হামলা চালিয়েছে এবং আরও জানিয়েছে, জড়িত না এমন ব্যক্তিদের কোন ক্ষতির জন্য দুঃখিত এবং সাংবাদিকদের এভাবে লক্ষ্যবস্তু করা হয় না।

প্রসঙ্গত, চিকিৎসা কর্মী এবং সরঞ্জামের সরবরাহের তীব্র সংকটের মধ্যেই কার্যক্রম চালিয়ে আসছিল নাসের হাসপাতাল। বাইশ মাস ধরে চলা যুদ্ধে বেশ কয়েকটি অভিযান এবং বোমা হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে এই হাসপাতালটি।

Scroll to Top