প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে অনন্য রেকর্ড গড়লেন সাকিব – DesheBideshe

প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে অনন্য রেকর্ড গড়লেন সাকিব – DesheBideshe

ঢাকা, ২৫ আগস্ট – বাংলাদেশ তো বটেই, বিশ্ব ক্রিকেটে উজ্জ্বল এক নাম সাকিব আল হাসান। ব্যাট-বলে অনবদ্য পারফরম্যান্সে অসংখ্য ইতিহাস-রেকর্ডের মালিক তিনি। রোববার (২৪ আগস্ট) সিপিএলে সেন্ট কিটসের বিপক্ষে খেলতে নেমে আরেকটি অনন্য এক ইতিহাস গড়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। একমাত্র ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৭ হাজার রানের পাশাপাশি ৫০০ উইকেটের মালিক হয়েছেন সাকিব।

সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে টস জিতে আগে বোলিংয়ে সিদ্ধান্ত নেয় সাকিব আল হাসানের দল অ্যান্টিগা এন্ড বারমুডা ফ্যালকনস। ইনিংসের ১৫তম ওভারে বল করতে আসেন সাকিব আল হাসান। ওভারের শেষ বলে পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে আউট করেন তিনি। রিজওয়ানকে ফিরিয়েই বিশেষ এক মাইলফলক স্পর্শ করেন বাংলাদেশের এই অলরাউন্ডার।

ক্রিকেটে সংক্ষিপ্ত ফরম্যাটে এটি ছিল সাকিবের ৫০০তম উইকেট। প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৭ হাজার রানের পাশাপাশি ৫০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন তিনি। আর শুধু উইকেটের দিক থেকে হিসেব করলে টি-টোয়েন্টিতে পঞ্চম বোলার হিসেবে ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

১৭তম ওভারে আবারও বল হাতে নেন সাকিব। এবার বোলিংয়ে এসেই হানেন জোড়া আঘাত। সেই ওভারে মাত্র ২ রান খরচ করে তুলে নেন কাইল মেয়ার্স এবং নাভিন বিদাইসীর উইকেট। সব মিলিয়ে দুই ওভার বল করে ১১ রান খরচায় ৩ উইকেট নেন সাকিব। সেন্ট কিটসের বাকি ব্যাটারদের কেউই এরপর তেমন সুবিধা করতে পারেননি।

নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৯ উইকেট হারিয়ে ১৩৩ রান তোলে সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস। অ্যান্টিগার সেরা বোলার ছিলেন সাকিব হাসান। এছাড়া সালমান ইরশাদ, জেডন সিলস এবং শামার স্প্রিঙ্গার ১টি করে উইকেট শিকার করেন। রান তাড়ায় ১৮ বলে ২৫ রান করে দলকে জিতিয়েছেন সাকিব, হয়েছেন ম্যাচসেরাও। অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস জিতেছে ৭ উইকেট ও ২ বল হাতে রেখে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৫ আগস্ট ২০২৫



Scroll to Top