এডিপিভুক্ত প্রকল্পগুলোর মাসিক অগ্রগতি জানতে চায় ঢাকা ওয়াসা – DesheBideshe

এডিপিভুক্ত প্রকল্পগুলোর মাসিক অগ্রগতি জানতে চায় ঢাকা ওয়াসা – DesheBideshe

ঢাকা, ২২ আগস্ট – ঢাকা ওয়াসার এডিপিভুক্ত প্রকল্পগুলোর মাসিক অগ্রগতি জানতে চায় সংস্থাটি। সে লক্ষ্যে মাসিক অগ্রগতি প্রতিবেদন নির্ধারিত সময়ের মধ্যে পাঠানোর জন্য নির্দেশনা দিয়েছে ঢাকা ওয়াসা।

শুক্রবার (২২ আগস্ট) ঢাকা ওয়াসা সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ঢাকা ওয়াসার সচিব মশিউর রহমান খান একটি অফিস সার্কুলার দিয়ে তা নিশ্চিত করতে বলেছেন।

অফিস সার্কুলারের নিদেশনায় বলা হয়েছে, প্রকল্প পরিচালকরা প্রতি মাসের ১ থেকে ৩ তারিখের মধ্যে আগের মাসের প্রকল্পের অগ্রগতি আবশ্যিকভাবে ঢাকা ওয়াসার পরিকল্পনা, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে প্রেরণ নিশ্চিত করতে হবে। আর এটার বিলম্ব হলে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক দায়ী থাকবেন।

অফিস সার্কুলারে আরও বলা হয়, পরিকল্পনা, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ, ব্যবস্থাপনা পরিচালকের অনুমোদনক্রমে প্রকল্পগুলো পরবর্তী মাসের অগ্রগতি প্রতিবেদন প্রতি মাসের ৭ তারিখের মধ্যে স্থানীয় সরকার বিভাগে প্রেরণ নিশ্চিত করবে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২২ আগস্ট ২০২৫



Scroll to Top