এশিয়া কাপে খেলা নিয়ে যে সিদ্ধান্ত জানালেন বুমরাহ

এশিয়া কাপে খেলা নিয়ে যে সিদ্ধান্ত জানালেন বুমরাহ

তার ‘ওয়ার্কলোড ম্যানেজমেন্ট’ নিয়ে আলোচনা-সমালোচনা চলছে বেশ কয়েক মাস ধরেই। কিছুদিন আগেই শেষ হওয়া ভারত-ইংল্যান্ড সিরিজেও তিনি স্বেচ্ছায় দুই টেস্ট থেকে বিশ্রাম নিয়েছিলেন। জাসপ্রীত বুমরাহর ভবিষ্যৎ নিয়ে তাই উঠেছে অনেক প্রশ্ন। আসন্ন এশিয়া কাপে তিনি দলে থাকবেন কিনা, সেটা নিয়েই চলছে গুঞ্জন। এসবের মধ্যেই জানা গেল, বুমরাহ নিজেই নির্বাচকদের জানিয়েছেন, তাকে যেন স্কোয়াডে রাখা হয়।

পিঠের ইনজুরিটা গত ২ বছর ধরেই ভোগাচ্ছে তাকে। এই ইনজুরিতে বারবারই মাঠে বাইরে চলে যেতে হয়েছে তাদের। অনেকটা বেছে বেছেই ম্যাচ খেলছেন তিনি। বুমরাহকে ছাড়াই অবশ্য ইংল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট জিতেছে ভারত।

ভারতের টি-২০ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক বুমরাহকে এশিয়া কাপে খুব করেই চাইছে দল। তবে ‘ওয়ার্কলোড ম্যানেজমেন্ট’ করতে গিয়ে স্বেচ্ছায় টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াবেন কিনা, সেই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে সবার মনেই।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, বুমরাহ নিজেই অজিত আগারকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটিকে জানিয়েছেন, তিনি এখন পুরোপুরি ফিট। এশিয়া কাপের পুরোটা সময় খেলতেও তার আপত্তি নেই।

যেহেতু এশিয়া কাপের ফরম্যাট টি-২০, দুই ম্যাচের মধ্যে বেশ কয়েকদিনের বিরতিও থাকবে, ‘ওয়ার্কলোড ম্যানেজমেন্ট’ নিয়ে তাই বেশি ভাবছেন না বুমরাহ।

আগামী ১৯ আগস্ট মুম্বাইয়ে বসবে আগারকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। তখনই এশিয়া কাপের চূড়ান্ত দল ঘোষণা করা হবে।

Scroll to Top