ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসবেন বিসিবি সভাপতি

ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসবেন বিসিবি সভাপতি

নেদারল্যান্ডস সিরিজের আগে টানা অনুশীলনের মধ্য দিয়ে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। বাংলাদেশ-নেদারল্যান্ডস তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে সিলেটে। আগামীকাল ম্যাচের ভেন্যু সিলেটে চলে যাবেন ক্রিকেটাররা। তার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসবেন।

বেশ কয়েকদিন যাবত অস্ট্রেলিয়ায় পরিবারের কাছে গিয়েছেন বুলবুল। আজ সোমবার দেশের ফেরার কথা বিসিবি সভাপতির। আগামীকাল সকালে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বৈঠকে বসবেন ক্রিকেটারদের সঙ্গে। পরে সন্ধ্যার দিকে সিলেটের উদ্দেশ্যে রওনা দিবেন ক্রিকেটাররা।

জানা গেছে, সম্প্রতি মাঠে এবং মাঠের বিভিন্ন বিষয় নিয়ে ক্রিকেটারদের সঙ্গে আলাপ করবেন বিসিবি বস। মাঠের ক্রিকেটে অনেক দিন যাবতই প্রত্যাশিত পারফর্ম করতে পারছে না বাংলাদেশ। সম্প্রতি পারফরম্যান্সের গ্রাফ অবশ্য কিছুটা উর্ধ্বমূখী। তবে মাঠের বাহিরে বেশ কিছু বিষয় সমালোচিত হয়েছে। এর মধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) স্পট ফিক্সিং নিয়ে খবর বেরিয়েছে। মনে করা হচ্ছে, বৈঠকে ক্রিকেটারদের সঙ্গে এসব নিয়ে আলাপ করবেন বিসিবি সভাপতি।

নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটা মাঠে গড়াবে ৩০ আগস্ট। দ্বিতীয় ম্যাচ ১ সেপ্টেম্বর, তৃতীয়টি ৩ সেপ্টেম্বর।

Scroll to Top