মাঠে ফিরেই মেসির গোল, মায়ামির বড় জয়

মাঠে ফিরেই মেসির গোল, মায়ামির বড় জয়

ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন ১৫ দিন। সুস্থ হয়ে কবে ফিরতে পারবেন লিওনেল মেসি, সে নিয়েও ছিল শঙ্কা। তবে সব শঙ্কা দূর করে আজ মেজর সকার লিগের ম্যাচে এলএ গ্যালাক্সির বিপক্ষে মাঠে নেমেছেন মেসি। আর মাঠে নেমেই করেছেন গোল। মেসির গোল ও অ্যাসিস্টে এলএ গ্যালাক্সিকে ৩-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি।

সুস্থ হয়ে আজ মাঠে ফিরবেন মেসি, জানা গিয়েছিল আগেই। এলএ গ্যালাক্সির বিপক্ষে মেসি ছিলেন না প্রথম একাদশে। তিনি নেমেছেন বিরতির পরপরই।

ম্যাচের শুরু থেকেই ছিল মেসিহীন মায়ামির দাপট। ৪৩ মিনিটে জর্দি আলবার গোলে লিড নেয় মায়ামি। সেই লিড অবশ্য বেশি সময় ধরে রাখতে পারেনি মায়ামি। ৫৯ মিনিটে ম্যাচে সমতা ফেরান গ্যালাক্সি, গোল করেন পেইন্টসিল।

মায়ামি লিড ফিরে পায় মেসির কল্যাণেই। ৮৪ মিনিটে বক্সের বাইরে দুই ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের দুর্দান্ত এক শটে বল জালে জড়ান মেসি। মেজর সকার লিগে এই মৌসুমে এটি মেসির ১৯তম গোল।

৮৯ মিনিটে মেসির অ্যাসিস্টে গোল করে দলের জয় নিশ্চিত করেন লুইস সুয়ারেজ। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে মায়ামি।

Scroll to Top