আলজেরিয়ায় বাস দুর্ঘটনায় ১৮ যাত্রীর মৃত্যু | চ্যানেল আই অনলাইন

আলজেরিয়ায় বাস দুর্ঘটনায় ১৮ যাত্রীর মৃত্যু | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ায় একটি যাত্রীবাহী বাস সেতু থেকে নদীতে পড়ে কমপক্ষে ১৮ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৯ জন।

শুক্রবার (১৫ আগস্ট) স্থানীয় সময় বিকেলে রাজধানী আলজিয়ার্সের মোহাম্মদিয়া শহরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

আলজেরিয়ার জরুরি পরিষেবা জানায়, বাসটি সেতু থেকে প্রায় ১০ মিটার নিচে নদীতে পড়ে গিয়েছিল। দুর্ঘটনার পরপরই হতাহতদের উদ্ধারে দ্রুত অভিযান শুরু করা হয় ও আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর।

তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি তারা।

Scroll to Top