বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি প্রকাশ করলো আফগানিস্তান – DesheBideshe

বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি প্রকাশ করলো আফগানিস্তান – DesheBideshe

ঢাকা, ১৬ আগস্ট – বাংলাদেশের বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজের জন্য সূচি ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। আগেই জানা গিয়েছিল আসন্ন এই সিরিজের সব ম্যাচই হবে সংযুক্ত আরব আমিরাতে।

সেই ভেন্যু ঠিক রেখেই পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। আসন্ন এই সফরে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান।

এশিয়া কাপের পর ২ অক্টোবর সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি মাঠে গড়াবে। আর বাকি দুই ম্যাচ যথাক্রমে ৪ ও ৬ অক্টোবর। ওয়ানডে সিরিজ শুরু হবে ৯ অক্টোবর, ৫০ ওভারের বাকি দুটি ম্যাচ হবে ১১ ও ১৪ অক্টোবর।

এই সিরিজটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নাসীব খান বলেছেন, ‘আমরা বাংলাদেশের বিপক্ষে সিরিজের আয়োজন করতে পেরে গর্বিত। এই সফর আমাদের পারস্পরিক সম্পর্কের দৃঢ়তা তুলে ধরে এবং নিরপেক্ষ ভেন্যুতেও বিশ্বমানের ক্রিকেট উপহার দেওয়ার অঙ্গীকারকে স্মরণ করিয়ে দেয়।’

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১৬ আগস্ট ২০২৫



Scroll to Top