ওয়াশিংটন, ১৫ আগস্ট – রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে আলাস্কার উদ্দেশ্যে রওনা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলাস্কার স্থানীয় সময় আজ শুক্রবার (১৫ আগস্ট) সকাল ১১টা ৩০ মিনিটে বৈঠকটি হবে। সে হিসেবে বাংলাদেশ সময় রাত ১টা ৩০ মিনিটে বিশ্বের দুই পরাশক্তির প্রেসিডেন্টকে বৈঠক করতে দেখা যাবে।
ট্রাম্প জানিয়েছেন, অসংখ্য মানুষের জীবন বাঁচাতে তিনি পুতিনের সঙ্গে বৈঠক করছেন। তার লক্ষ্য থাকবে দ্রুত সময়ের মধ্যে যুদ্ধ বন্ধ করা। তিনি বলেন, “আমি নিজের স্বাস্থ্যের জন্য কিন্তু যুদ্ধ বন্ধ করতে চাচ্ছি না। আমার প্রয়োজনও নেই। আমি নিজ দেশের ওপর নজর দিতে চাই। কিন্তু অনেক জীবন বাঁচানোর জন্য আমি যুদ্ধ বন্ধের চেষ্টা করছি।”
আলোচনা যদি ফলপ্রশ্রু না হয় তাহলে রাশিয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও হুমকি দিয়েছেন তিনি।
তবে পুতিন যদি যুদ্ধ বন্ধ করতে রাজি হলে দেশটির সঙ্গে বাণিজ্য করার আগ্রহ দেখিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র হলো একটি হটস্পট। যেখানে সবাই বাণিজ্য করতে চায়। রাশিয়াকেও এ সুযোগ দেওয়া হবে যদি তারা যুদ্ধ বন্ধ করে।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১৫ আগস্ট ২০২৫