ছেলেদের বিপক্ষে খেলে বিশ্বকাপের প্রস্তুতি নেবে নারী দল

ছেলেদের বিপক্ষে খেলে বিশ্বকাপের প্রস্তুতি নেবে নারী দল

নারী ওয়ানডে বিশ্বকাপের বাকি আর মাত্র এক মাস। বিশ্বকাপকে সামনে রেখে এরই মধ্যে প্রস্তুতি নেওয়া শুরু করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। জানা গেছে, বিশ্বকাপের প্রস্তুতি সাড়তে নিজেদের মধ্যে ভাগ হয়ে খেলার পাশাপাশি অনূর্ধ্ব-১৫ পুরুষ দলের বিপক্ষেও খেলবেন তারা।

বাছাইপর্বের বাধা পেরিয়ে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। গত এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে বাছাইপর্বের সেই ম্যাচের পর আর আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামেনি বাংলাদেশ।

বিশ্বকাপের আগে বাংলাদেশ আর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলবে না। প্রস্তুতি ম্যাচই তাই বাংলাদেশের ভরসা। প্রস্তুতির অংশ হিসেবে সিলেটে এক মাসের ক্যাম্প করেছে বাংলাদেশ দল। এই মুহূর্তে তারা রয়েছেন বিকেএসপিতে।

বিসিবি জানিয়েছে, বিকেএসপিতে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ। সেখানে নিজেদের মধ্যে ভাগ করে লাল ও সবুজ নামে দুটি দল আর ছেলেদের অনূর্ধ্ব-১৫ দল খেলবে এই টুর্নামেন্টে। সোমবার শুরু আসরের সব ম্যাচই হবে বিকেএসপিতে। প্রতিটি দল পরস্পরের সঙ্গে লড়বে দুইবার করে।

এবারের ওয়ানডে বিশ্বকাপের আয়োজক ভারত। তবে পাকিস্তান ও শ্রীলঙ্কার ম্যাচগুলি হবে শ্রীলঙ্কায়। কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়েই ২ অক্টোবর আসর শুরু করবে বাংলাদেশ। এই নিয়ে দ্বিতীয়বার ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ।

Scroll to Top