নারী ক্রিকেটারদের পাওয়ার হিটিং দীক্ষা দিচ্ছেন জুলিয়ান উড

নারী ক্রিকেটারদের পাওয়ার হিটিং দীক্ষা দিচ্ছেন জুলিয়ান উড

আধুনিক ক্রিকেটে পাওয়ার হিটিং খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে। কিন্তু পাওয়া হিটিংয়ে অনেক দেশের চেয়েই বাংলাদেশ বেশ খানিকটা পিছিয়ে। এই সক্ষমতা বাড়াতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তোড়জোড় অনেক দিনের। তার ধারাবাহিকতায় জুলিয়ান উড’কে পাওয়ার হিটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি।

কদিন হলো বাংলাদেশে এসে কাজ শুরু করে দিয়েছেন এই ইংলিশ কোচ। এই মুহূর্তে ছেলে ক্রিকেটারদের ফিটনেস ক্যাম্প চলছে। ফিটনেস ক্যাম্প শেষ হলে শুরু হবে স্কিল ক্যাম্প। ছেলেদের স্কিল ক্যাম্প শুরু হওয়ার আগ পর্যন্ত জাতীয় নারী দলের ক্রিকেটারদের পাওয়ার হিটিং শেখাচ্ছেন জুলিয়ান উড। নিগার সুলতানা জ্যোতিদের তিন দিন ধরে পাওয়ার হিটিং শেখাচ্ছেন সময়ের অন্যতম সেরা এই কোচ।

জানা গেছে, মূলত হিটের আগে কিভাবে পাওয়ার জেনারেট হয় সেই দীক্ষাই বেশি করে দিচ্ছেন উড। বল-ব্যাটের সংযোগ, শরীর পরিশন ঠিক রাখা ইত্যাদি বুজাচ্ছেন তিনি। নারী দলের ক্যাম্পে আছেন ২০ জন ক্রিকেটার।

এদিকে, দেশের প্রথম শ্রেণির ক্রিকেটের কোচদের সঙ্গেও বৈঠক করেছেন জুলিয়ান উড। সেখানে পাওয়ার হিটিংয়ের নানান কৌশল, ড্রিল নিয়ে কথা বলেছেন তিনি। এবং এই কৌশল ক্রিকেটারদের কিভাবে শেখাতে হবে তা নিয়ে কথা বলেছেন জুলিয়ান উড।

Scroll to Top