জনসংখ্যা সংকট সমাধানে কাজ করবে কৃত্রিম বুদ্ধিমত্তা: ইলন মাস্ক | চ্যানেল আই অনলাইন

জনসংখ্যা সংকট সমাধানে কাজ করবে কৃত্রিম বুদ্ধিমত্তা: ইলন মাস্ক | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা ও টেসলা প্রধান ইলন মাস্ক জাপানের জনসংখ্যা সংকট নিয়ে নতুন করে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তার মতে, কেবলমাত্র কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) হতে পারে এই দীর্ঘমেয়াদি সংকট সমাধানের একটি সম্ভাব্য উপায়।

আজ (১১ আগস্ট) সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এর একটি পোস্টে মাস্ক বলেন, জাপান এ বছরেই প্রায় ১০ লাখ মানুষ হারাবে। কেবলমাত্র কৃত্রিম বুদ্ধিমত্তাই হতে পারে এই দীর্ঘমেয়াদি সংকট সমাধানের একটি সম্ভাব্য উপায়।

মাস্ক জানান, জাপানের জনসংখ্যা হ্রাস কোনো আকস্মিক ঘটনা নয়, বরং এটি অর্ধশতাব্দী আগে শুরু হওয়া একটি ধীরগতির সংকট। এআই এই সংকটের কারণ নয়, তবে ভবিষ্যতে এটি হতে পারে সবচেয়ে কার্যকর সমাধান।

মাস্কের এই মন্তব্য প্রযুক্তির মাধ্যমে সামাজিক সমস্যা সমাধানের ব্যাপারে নতুন আলোচনার সূত্রপাত করেছে। বার্ধক্যজনিত সমাজের চাহিদা পূরণ, শ্রমশক্তির ঘাটতি মোকাবেলা এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে টিকিয়ে রাখতে এআই এবং রোবোটিক্সকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

জাপানের সরকার ও বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, দেশটিতে চলতি বছরে প্রায় ৯ লাখের বেশি মৃত্যুর বিপরীতে জন্ম হয়েছে মাত্র কয়েক লাখ শিশু—যা দেশটির ইতিহাসে একক বছরে সবচেয়ে বড় জনসংখ্যা হ্রাসের রেকর্ড। কম জন্মহার এবং বার্ধক্যজনিত মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে।

এই সংকটের ফলে জাপানে কর্মক্ষম জনগোষ্ঠীর সংখ্যা হ্রাস পাচ্ছে, যা পেনশন, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থার ওপর চাপ সৃষ্টি করছে। একইসঙ্গে অর্থনৈতিক প্রবৃদ্ধিও বাধাগ্রস্ত হচ্ছে।

Scroll to Top