সপ্তাহখানেক আগেই ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছিলেন তিনি। লিওনেল মেসি কবে মাঠে ফিরতে পারবেন, সে নিয়েই আছে শঙ্কা। তবে গুঞ্জন উঠেছে, ইন্টার মায়ামির প্রয়োজনে পুরোপুরি সুস্থ না হয়েই মাঠে নামতে পারেন মেসি। আর এতে দীর্ঘমেয়াদি ইনজুরিতে পড়ার ঝুঁকিতে পড়তে পারেন আর্জেন্টাইন অধিনায়ক।
২ আগস্ট নেকাক্সার বিপক্ষে ম্যাচের মাত্র ১১ মিনিটের মাথায় হ্যামস্ট্রিংয়ের ইনজুরি নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হন মেসি। এরপর থেকেই মাঠের বাইরে আছেন তিনি। ঠিক কবে ফিরতে পারবেন, সে নিয়েও নিশ্চিত নয় ক্লাবটি।
সামনে বেশ ব্যস্ত সময় পায় করবে মায়ামি। আগামী ২ সপ্তাহে লিগ ও কাপ মিলিয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে মেজর সকার লিগের ক্লাবটি।
এসব ম্যাচে মেসিকে খুব বেশি দরকার মায়ামির। শোনা যাচ্ছে, দলের প্রয়োজনে দ্রুতই খেলায় ফিরবেন মেসি। তবে এতে ঝুঁকিতে পড়তে পারে তার ভবিষ্যৎ, এমনটাই ধারণা করা হচ্ছে।
মায়ামি কোচ মাসচেরানো অবশ্য মেসিকে নিয়ে ঝুঁকি নিয়ে রাজি নন, ‘লিও ঠিক আছে, তবে সামনের ব্যস্ত সূচিতে সে ফিরতে চায়। এসব বিবেচনা করে আগামী ম্যাচে তাকে অরল্যান্ডোতে নিয়ে যাওয়ার ঝুঁকি নেওয়াটা হবে পাগলামি। আমরা আশাবাদী যে, শিগগিরই আমাদের সঙ্গে ফিরবে সে।’