ত্রিদেশীয় সিরিজের ফাইনাল আগেই নিশ্চিত করে রেখেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ফাইনালের আগে আজ স্বাগতিক জিম্বাবুয়েকে স্রেফ উড়িয়ে দিল বাংলাদেশি যুবারা। নিয়মরক্ষার ম্যাচে ১৬০ রানে জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
শুক্রবার (৮ আগস্ট) হারারে স্পোর্টস ক্লাব মাঠে আগে ব্যাটিং করতে নেমে ৬ উইকেটে ২৮৪ রান তোলে বাংলাদেশ। পরে ৩৫ ওভারে জিম্বাবুয়েকে মাত্র ১২৪ রানেই গুটিয়ে দিয়েছে বাংলাদেশি যুবারা।
আগে ব্যাটিং করতে নামা বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। ওপেনার জাওয়াদ আবরার মাত্র ৫ রান করে ফেরেন। তবে দ্বিতীয় উইকেটে রিফাত বেগ ও অধিনায়ক আজিজুল হাকিম গড়েন ১১২ রানের গুরুত্বপূর্ণ জুটি। আজিজুল ৬৫ বলে ৩৪ রান করে ফিরলে এই জুটি ভাঙে। ওপেনার রিফাত সেঞ্চুরির পথেই ছিলেন। কিন্তু সেঞ্চুরি পূর্ণ করার আগেই ফিরেছেন ৭৮ বলে ১০ চার ও ১ ছক্কায় ৭৭ রান করে।
তাঁদের বিদায়ের পর রিজান হোসেন (৩০) ও মোহাম্মদ আব্দুল্লাহ (৩৭) দলের ইনিংস মজবুত করেন। এরপর সপ্তম উইকেটে ফরিদ হাসান ও দেবাশীষ দেব দলের স্কোর নিয়ে যান আড়াইশ পেরিয়ে। দুজনে মিলে যোগ করেন ৫১ রান, দুজনই অপরাজিত থাকেন। ফরিদ ৪৪ বলে ৩৮ রান করেন। দেবাশীষ দেব মাত্র ১৩ বলে ২ ছক্কা ও ১ চারে খেলেন ৩৪ রানের ঝোড়ো ইনিংস। জিম্বাবুয়ের পক্ষে শেল্টন মাজভিতোরেরা নেন ৩ উইকেট।
২৮৫ রানের বিশাল লক্ষ্য তাড়ায় শুরু থেকেই চাপে পড়ে যায় জিম্বাবুয়ে। মাত্র ১৬ রানের মধ্যেই হারিয়ে ফেলে ৩ উইকেট। চতুর্থ উইকেট জুটিতে বেনি জুজে ও মার্শাল মাশাভা কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে আজিজুল হাকিমের বলে মাশাভা আউট হয়ে ফিরলে সেটা আর হয়নি। এই জুটি ভাঙার পর আর দাঁড়াতেই পারেনি জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দল।
৮৮ বলে ৪৭ রান করে দলের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক জুজে। শেষ দিকে মিচেল ব্লিগনাউট করেন ৩৪ বলে ৩০ রান। শেষ পর্যন্ত ৩৫ ওভারে ১২৪ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ানরা। বাংলাদেশের হয়ে আজিজুল হাকিম ও রিজান হাসান সমান ৩টি করে উইকেট নিয়েছেন।
লিগ পর্বে এ নিয়ে ৬ ম্যাচ খেলে ৫টিতেই জিতল বাংলাদেশ। যাতে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই সিরিজের ফাইনাল নিশ্চিত করল আজিজুল হাকিম তামিমের দল। আগামী রোববার দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ফাইনাল ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।