বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করলো বিসিবি – DesheBideshe

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করলো বিসিবি – DesheBideshe

ঢাকা, ০৪ আগস্ট – আগামী মাসেই অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। তার আগে নিজেদের প্রস্তুত করতে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

চলতি মাসের ২৬ তারিখ বাংলাদেশে আসবে নেদারল্যান্ডস দল৷ এরপর সিরিজ শুরু হবে ৩০ আগস্ট৷ তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ১ এবং ৩ সেপ্টেম্বর।

সবকটি ম্যাচই মাঠে গড়াবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। ম্যাচগুলো শুরু হবে সন্ধ্যা ছয়টায়।

সিরিজ শুরুর আগে ৬ আগস্ট থেকে মিরপুরে শুরু হবে বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প। যা চলবে ১৫ তারিখ পর্যন্ত। এরপর কিছুদিন বিরতি দিয়ে আবার ২০ তারিখ থেকে সিলেটে ক্যাম্প করবে বাংলাদেশের স্কোয়াডে থাকা ক্রিকেটাররা।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০৪ আগস্ট ২০২৫



Scroll to Top