যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে রাষ্ট্রীয় মর্যাদায় ম্যানহ্যাটনে বন্দুকধারীর গুলিতে নিহত বাংলাদেশী বংশোদ্ভূত পুলিশ অফিসার মোহাম্মদ দিদারুল ইসলামের জানাজা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ আগষ্ট) ব্রঙ্কসের পারচেস্টার জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশী বংশোদ্ভুত পুলিশ অফিসার মোহাম্মদ দিদারুল ইসলাম গত ২৮ জুলাই বন্দুকধারীর গুলিতে নিহত হন বলে জানা যায়। এ ঘটনায় তিনি ছাড়াও আরও ৩ জন নিহত হন।
বাংলাদেশী বংশোদ্ভূত পুলিশ অফিসার মোহাম্মদ দিদারুল ইসলামের জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়। সে সময় নিউ ইয়র্কের সিটি মেয়র এরিক এডামস, গভর্নর ক্যাথি হকুল, পুলিশ কমিশনার জেসিকা টিসসহ হাজারো পুলিশ অফিসার নিহত দিদারুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানান।
এছাড়াও রাস্তার দুই পাশে সাধারণ জনগণ দাঁড়িয়ে তার প্রতি সমবেদনা জানান। পরে মোটর শোভাযাত্রার মধ্যদিয়ে দিদারুল ইসলামের মরদেহ নিউ জার্সির সমাধিস্থলে নিয়ে যাওয়া হয়।