রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দিতে চতুর্থ দিনের মত চলছে বাংলাদেশ বিমান বাহিনীর অস্থায়ী মেডিক্যাল ক্যাম্প
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে সরেজমিনে দেখা যায়, প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে বিমান দুর্ঘটনায় আহতদের শিক্ষার্থীসহ অভিভাবকদের চিকিৎসাসেবা ও ওষুধ দেয়া হচ্ছে। এ ক্যাম্প সোমবার থেকে শুরু হয়েছে, যা চলবে এক সপ্তাহ পর্যন্ত।
জানা যায়, মেডিকেল ক্যাম্পে সামান্য পুড়ে যাওয়া কিংবা আগুনের আঁচ লাগা আহতদের চিকিৎসা, ড্রেসিং করানো হচ্ছে। যারা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন কিন্তু এখনও পুরোপুরি সুস্থ নন তারাও এখানে চিকিৎসা নিতে পারছেন। মানসিকভাবে যেসব শিক্ষার্থী বেশী ভেঙে পড়েছে তাদেরকে আলাদা করে কাউন্সেলিং সেবা দেয়া হচ্ছে।
প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত পরিচালনা করা হচ্ছে মেডিক্যাল ক্যাম্পটি।
বিমানবাহিনী কর্ছৃপক্ষ জানিয়েছে, ৪ দিনে প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী ও অভিভাবককে তারা প্রাথমিক চিকিৎসা ওষুধ প্রদান করেছে।
এদিকে স্কুল কর্তৃপক্ষ তিন দফা পেছানোর পর নতুন করে প্রতিষ্ঠান খোলার তারিখ নির্ধারণ করা হয়েছে।
আগামী ৩ আগস্ট রোববার থেকে প্রতিষ্ঠানটির নবম থেকে দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে, বলেও জানানো হয়েছে।