এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের চূড়ান্ত বাছাই পর্ব শেষ হলো। দেশের ১১টি শহর থেকে বাছাইকৃত ৩৫০ জন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে।
শনিবার (২৬ জুলাই) রাজধানীর আফতাব নগরের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে আয়োজিত হয় এ অলিম্পিয়াড।
শিক্ষার্থীরা মোট দুটি ক্যাটাগরিতে অলিম্পিয়াডে অংশ নেয়। ১৪-১৫ বছর বয়সী শিক্ষার্থীরা জুনিয়র ক্যাটাগরিতে ও ১৬-১৮ বছর বয়সীরা সিনিয়র ক্যাটাগরিতে পরীক্ষা দেয়।
এর আগে, এই অলিম্পিয়াড মোট তিনটি পর্যায়ে সম্পন্ন হয়।
বিভাগীয় ও জেলা পর্যায়ে প্রথম রাউন্ডে লিখিত পরীক্ষা, টেলিস্কোপে সূর্য পর্যবেক্ষণ এবং রকেট মডেল তৈরির প্রতিযোগিতাসহ পরিচালিত হয় নানা কার্যক্রম।
প্রথম রাউন্ড থেকে বাছাইকৃত ৩০০ জন প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয় জাতীয় পর্যায়ের দ্বিতীয় রাউন্ড। এরপর সেখান থেকে নির্বাচিত ৩০ জন শিক্ষার্থী নিয়ে আয়োজিত হয় তৃতীয় রাউন্ড।
আর শেষ দিনে আয়োজিত লিখিত পরীক্ষার ভিত্তিতে বাছাই করা হয় সেরা ৫ জনকে।
এই অলিম্পিয়াড মোট তিনটি পর্যায়ে সম্পন্ন হয়। বিভাগীয় ও জেলা পর্যায়ে প্রথম রাউন্ডে লিখিত পরীক্ষা, টেলিস্কোপে সূর্য পর্যবেক্ষণ এবং রকেট মডেল তৈরির প্রতিযোগিতাসহ পরিচালিত হয় নানা কার্যক্রম।
এই পাঁচজন আগামী ২০-২৭ সেপ্টেম্বর রাশিয়ায় অনুষ্ঠিতব্য ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। এছাড়া তারা ২৯তম আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড ও এশিয়ান-প্যাসিফিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডেও অংশগ্রহণের সুযোগ পাবে।
চূড়ান্ত বাছাই পর্বে পুরস্কার হিসেবে দেওয়া হয় অর্থমূল্য। ১ম ও ২য় পুরস্কার দেওয়া হয় যথাক্রমে ১৫ ও ১০ হাজার টাকা। ৩য়-৫ম স্থানের জন্য প্রত্যেককে ৫ হাজার টাকা এবং ৬ষ্ঠ-১০ম স্থানের জন্য পুরস্কার ছিল ১ হাজার টাকা।
এ অলিম্পিয়াড আয়োজন করেছে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন।