পেরুতে বাস দুর্ঘটনায় নিহত ১৫ | চ্যানেল আই অনলাইন

পেরুতে বাস দুর্ঘটনায় নিহত ১৫ | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

পেরুর আন্দিজ পর্বতমালা এলাকায় যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে কমপক্ষে ১৫ জন নিহত এবং প্রায় ৩০ জন আহত হয়েছেন।

শনিবার (২৬ জুলাই) এএফপি এ খবর জানিয়েছে।

স্থানীয় গণমাধ্যমের বরাতে এএফপি জানায়, বাসটিতে ৬০ জনেরও বেশি যাত্রী ছিল। সরু ও আঁকাবাঁকা পথে চলার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। বাসটি রাজধানী লিমা থেকে লা মার্সেড শহরে যাচ্ছিল।

কেন্দ্রীয় শহর টারমার’র স্বাস্থ্য কর্মকর্তা অল্ডো টিনে জানান, এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হয়েছি। নিহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে। দুর্ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনাস্থলে কাজ করছেন জরুরি সেবা দলের সদস্যরা।

পুলিশ জানিয়েছে, গত বছর সড়ক দুর্ঘটনায় পেরুতে মোট ৩ হাজার ১৭৩ জন প্রাণ হারান।

Scroll to Top