বাংলাদেশ-পাকিস্তান মুখোমুখি লড়াইয়ে এগিয়ে কে?

বাংলাদেশ-পাকিস্তান মুখোমুখি লড়াইয়ে এগিয়ে কে?

গত মে মাসেই পাকিস্তানের মাটিতে টি-২০ সিরিজ খেলে এসেছিল বাংলাদেশ। ফিরতি সফরে বাংলাদেশের মাটিতে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে এসেছে পাকিস্তান। আজ মিরপুরে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ম্যাচ। টি-২০ ফরম্যাটে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আছে কোন দল?

টি-২০ ফরম্যাটে বাংলাদেশ ও পাকিস্তান মুখোমুখি হয়েছে মোট ২২ বার। দুই দলের এই লড়াইয়ে অনেকটাই এগিয়ে পাকিস্তান। তারা জিতেছে মোট ১৯ ম্যাচ। বাংলাদেশের জয় মাত্র ৩ ম্যাচে।

ঘরের মাঠে পাকিস্তান জিতেছে ৬ ম্যাচ, বাংলাদেশের জয় ২ ম্যাচে। অ্যাওয়ে ম্যাচে পাকিস্তান জিতেছে ৫ বার, বাংলাদেশ একবারও জিততে পারেনি।

নিরপেক্ষ ভেন্যুতে পাকিস্তানের জয় ৮ ম্যাচে, বাংলাদেশ জিতেছে মাত্র একবার।

সবশেষ তিন ম্যাচের সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছিল পাকিস্তান। শেষ ৫ দেখায় বাংলাদেশ জিতেছে মাত্র একবার। ২০২৩ সালের অক্টোবরে বৃষ্টি আইনে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ।

আজ সন্ধ্যা ৬টায় সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান।

Scroll to Top