রহস্য উন্মোচনে গলানো হচ্ছে প্রাচীন বরফখণ্ড

রহস্য উন্মোচনে গলানো 
হচ্ছে প্রাচীন বরফখণ্ড

সাত সপ্তাহ ধরে বিজ্ঞানীরা ধীরে ধীরে এই দুর্লভ বরফ গলিয়ে বের করবেন প্রাচীন ধূলিকণা, আগ্নেয় ছাই, এমনকি ক্ষুদ্র সামুদ্রিক শৈবাল ডায়াটম—যেগুলো পানি বরফে পরিণত হওয়ার সময় ভেতরে আটকা পড়েছিল।

এই উপাদানগুলো বিজ্ঞানীদের প্রায় ১০ লাখ বছর আগের বাতাসের গতি, তাপমাত্রা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা সম্পর্কে নতুন তথ্য দেবে।

Scroll to Top