ইরাকে শপিংমলে ভয়াবহ আগুনে মৃত্যুর মিছিল

ইরাকে শপিংমলে ভয়াবহ আগুনে মৃত্যুর মিছিল

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

পূর্ব ইরাকের কুত শহরের একটি শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৫০ জন হতাহত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই)  সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, দেশটির প্রদেশের গভর্নরের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএ এ তথ্য জানিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, রাতভর কুতের একটি পাঁচ তলা ভবনে আগুন লেগেছে, যেখানে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিলেন।

ওয়াসজিৎ প্রদেশের গভর্নর মোহাম্মদ আল-মায়াহি বলেন, একটি হাইপার মার্কেট এবং একটি রেস্তোরাঁয় আগুন লেগেছে। পরিবারগুলো রাতের খাবার এবং কেনাকাটা করছিল। তিনি বলেন, দমকলকর্মীরা বেশ কয়েকজনকে উদ্ধার করেছে এবং আগুন নেভাতে সক্ষম হয়েছে।

এ ঘটনায় দেশটিতে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে। এরসঙ্গে তদন্তও শুরু করা হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে তদন্তের ফলাফল প্রকাশ করা হবে।

গভর্নর বলেন, আমাদের ওপর একটি ট্র্যাজেডি এবং বিপর্যয় নেমে এসেছে।

গভর্নরের উদ্ধৃতি দিয়ে আইএনএ জানিয়েছে, আমরা ভবন এবং মলের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছি।

 

Scroll to Top