শিশুটি তখন মায়ের দুধ ছেড়ে বলে উঠল, ‘হে আল্লাহ, আমাকে এই লোকের মতো বানিয়ো না।’
এই বলে সে আবার দুধ পান করতে লাগল। সাহাবি আবু হুরায়রা (রা.) বলেন, এ ঘটনা বর্ণনার সময় রাসুল (সা.) নিজের আঙুল চুষে দেখান।
কিছুক্ষণ বাদে তাঁদের সামনে দিয়ে একজন দাসী অতিক্রম করেন। তাঁকে দেখে ওই নারীর গা ঘিনঘিন করে উঠল, মনে হলো—কী মুখপোড়া! তিনি দোয়া করলেন, ‘হে আল্লাহ, আমার ছেলেকে এর মতো বানিয়ো না।’
শিশুটি আবার মায়ের দুধ ছেড়ে বলল, ‘হে আল্লাহ, আমাকে তার মতো বানিয়ো।’
তার মা এই কথা সহ্য করতে না পেরে বললেন, ‘কেন?’
শিশুটি বলল, ‘ঘোড়ায় করে যে লোক যাচ্ছিল, সে একজন অত্যাচারী–জালেম। আর পরে যে দাসী হেঁটে গেল, এই মেয়েকে মানুষ চুরি ও ব্যাভিচার করার অভিযোগ করে, অথচ তিনি এসব কিছুই করেনি।’ (সহিহ বুখারি, হাদিস: ৩,৪৩৬)
এর মানে সেই দাসী মজলুম, তিনি যে অপরাধ করেননি, তার জন্য দোষ বয়ে বেড়ান। অথচ শিশুটি শান-শওকত নিয়ে ঘুরে-বেড়ানো জালেম লোকটির বদলে একজন দাসীর অপমানজনক জীবন বেছে নিতে দোয়া করেছিল।