সিরিজ বাঁচানোর ম্যাচে কী পরিবর্তন আনবে বাংলাদেশ?

সিরিজ বাঁচানোর ম্যাচে কী পরিবর্তন আনবে বাংলাদেশ?

প্রথম ওয়ানডেতে অবিশ্বাস্য এক ব্যাটিং বিপর্যয়ের সাক্ষী হয়েছিলেন তারা। মাত্র ৫ রানের মাঝে ৭ উইকেট হারিয়ে ২৪৪ রানের টার্গেট তাড়া করতে নেমেও হেরেছে বাংলাদেশ। ৭৭ রানের সেই হারে সিরিজে ১-০তে পিছিয়ে পড়ে বাংলাদেশ। আজ কলম্বোতে বাঁচা মরার লড়াইয়ে শ্রীলংকার বিপক্ষে ২য় ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচে কী বিশেষ কোনো পরিবর্তন আসবে দলে?

১ উইকেটে ১০০ রান থেকে ৮ উইকেটে ১০৫ রান, অকল্পনীয় এক ব্যাটিং বিপর্যয়ে প্রথম ওয়ানডেতে জিততে পারেনি বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় আজ দল থেকে বাদ পড়ার সম্ভাবনা আছে লিটন দাসের। গত ম্যাচে শূন্য রানে ফিরেছিলেন তিনি। লিটনের বদলে একাদশে আসতে পারেন শামীম পাটোয়ারি।

লিটনের বাদ পড়ায় পরিবর্তন আসতে পারে বাকিদের ব্যাটিং পজিশনেও। মিরাজ কিংবা হৃদয়কে দেখা যেতে পারে লিটনের চার নম্বর পজিশনে।

বোলিং ইউনিট থেকে বাদ পড়তে পারেন আগের ম্যাচে অভিষেক হওয়া তানভীর ইসলাম। তার পরিবর্তে একাদশে ফিরবেন আরেক স্পিনার রিশাদ হোসেন।

পেস ইউনিটে পরিবর্তনের আভাস নেই। তাসকিন-মোস্তাফিজ-সাকিব; তিন পেসার নিয়েই মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ।

আগের ম্যাচে দুর্দান্ত বোলিং করা শ্রীলংকার একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা নেই বললেই চলে। উইনিং কম্বিনেশন নিয়েই দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে লংকানরা।

আজ দুপুর ৩টায় কলম্বোতে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলংকা।

Scroll to Top