সিরিজের মাঝপথে কেন শ্রীলংকা ছাড়ছেন সিমন্স?

সিরিজের মাঝপথে কেন শ্রীলংকা ছাড়ছেন সিমন্স?

শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে অবিশ্বাস্য ব্যাটিং বিপর্যয়ে ম্যাচ হেরেছে বাংলাদেশ। আগামী ৫ জুলাই সিরিজ বাঁচাতে মাঠে নামবে মেহেদি মিরাজের দল। তবে বাঁচা মরার সেই ম্যাচের ঠিক একদিন আগেই দলকে রেখে ইংল্যান্ড যাচ্ছেন কোচ ফিল সিমন্স।

কিন্তু ঠিক কী কারণে দলকে এমন অবস্থায় ফেলে শ্রীলংকা ছাড়ছেন সিমন্স? জানা গেছে, চিকিৎসার জন্যই মূলত ইংল্যান্ড যাচ্ছেন তিনি। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সিমন্সের গত ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়নস ট্রফির সময় চিকিৎসকের কাছে যাওয়ার কথা ছিল তার। তবে চ্যাম্পিয়নস ট্রফির কারণে সেটা করতে পারেননি তিনি। মাঝেও ইংল্যান্ড যেতে সময় করতে পারেননি সিমন্স।

এবার আর চিকিৎসকের ডাক ফেরাতে পারছেন না সিমন্স। ৪ জুলাই শ্রীলংকা ছাড়বেন তিনি, ফিরবেন ৭ জুলাই। বাংলাদেশ জাতীয় দলের টিম ম্যানেজার নাফিজ ইকবাল এক বার্তায় এই নিশ্চিত করেছেন, ‘ফিল সিমন্স দু’দিনের জন্য  ব্যক্তিগত কারণে যুক্তরাজ্য যাচ্ছেন। সেখানে তিনি চিকিৎসকের থেকে সময় নিয়ে রেখেছেন। আজ (শুক্রবার) যাচ্ছেন এবং ৭ জুলাই ফিরে আসবেন।’

আগামী ৫ জুলাই কলম্বোতে হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। ৮ জুলাই পাল্লেকেলেতে হবে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডে।

Scroll to Top