লিটন বাংলাদেশকে ‘মুক্তি’ দিবেন কবে

লিটন বাংলাদেশকে ‘মুক্তি’ দিবেন কবে

লিটন দাসকে মনে করা হয় বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা প্রতিভাবান ব্যাটার। কিন্তু লিটন সেই প্রতিভার বিকাশ ঘটাতে পেরেছেন অল্পই! লিটনের প্রতিভার বিকাশ ঘটাতে তার ওপর যতটা সময় বিনিয়োগ করেছে বাংলাদেশ ক্রিকেট বরং সেটাকেই মনে হতে পারে ‘বাড়াবাড়ি’।

আন্তর্জাতিক ক্রিকেটে এক দশক পার করে ফেলেছেন লিটন। কিন্তু কখনোই ধারাবাহিকভাবে ভালো খেলতে পারেননি। বিশেষ করে রঙিন পোশাকের ক্রিকেটে।

৯৫ ওয়ানডে খেলা লিটনের গড় ত্রিশের কম, ২৯.৮৭। টি-টোয়েন্টি খেলেছেন ১০১টি, সেখানে গড় ২২.৫১। ওয়ানডে ক্যারিয়ারে গত এক-দেড় বছর লিটনের পারফরম্যান্স রীতিমতো তলানিতে। সর্বশেষ দশ ওয়ানডে ইনিংসে লিটন রান করেছেন মাত্র ৩৫! এর মধ্যে ডাক চারটি! সর্বশেষ আট ইনিংসে লিটনের রান যথাক্রমে- ৬, ১*, ০, ০, ২, ৪, ০, ০।

ধারাবাহিক বাজে পারফরম্যান্সের কারণে দল থেকে বাদ পরেছিলেন। পরে ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করতে না পারলেও ফের দলে ফিরেছেন। তাহলে লিটনকে কিসের বিবেচনায় দলে ফেরানো হলো? ওই যে ‘প্রতিভাবান’ মনে করা হয় বলে হয়ত! এর মধ্যে টি-টোয়েন্টির নেতৃত্বও দেওয়া হয়েছে তাকে।

রঙিন পোশাকের ক্রিকেটে টানা ব্যর্থ লিটন শ্রীলংকার বিপক্ষে প্রথম ওয়ানডেতেও রানের খাতা খোলার আগেই আউট হয়েছেন। তাতে কি লিটন একাদশ থেকে বাদ পরবেন? হয়ত না, তার ‘প্রতিভার’ ওপর আস্থা রেখে আবারও হয়ত তাকে একাদশে রাখা হবে। তাছাড়া না রেখে তো উপায়ও নেই। লিটন যে এখন টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়কই!

নিজে ফর্মে ফিরে লিটন বাংলাদেশকে ‘মুক্তি’ দিবেন কবে? সেটার অপেক্ষায় নিশ্চয় বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। লিটন প্রসঙ্গে নিজের হতাশা সরাসরি প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু।

গণমাধ্যমকে ইফতেখার রহমান বলেছেন, ‘আসলে কিছুই বলার নেই। ব্যাট হাতে ধারাবাহিকতার এতই অভাব! আউট অফ ফর্ম হতে পারে। তখন অবশ্যই অনুশীলনের দিকে মনোযোগটা বেশি বাড়াতে হবে। যে রকমটা মুশফিক করে থাকে। এ ছাড়া ঘরোয়াতে ভালো খেলার পরেও আন্তর্জাতিকে এসে অনেকে ভালো খেলতে পারে না। তরুণরাও ভালো করতে পারছে না।’

লিটনের অফ ফর্ম যেমন হতাশা তার চেয়েও বেশি হতাশার তার আউট হওয়ার ধরন। ইফতেখার রহমান মিঠু বলেছেন, ‘এমন ব্যাটিং খুবই হতাশজনক। আমরা স্পিন বল খেলতে পারি না, বাউন্সার খেলতে পারি না, তাহলে কি খেলতে পারি?’

Scroll to Top