খেলাপি ঋণ আদায়ে ঢাকা ও চট্টগ্রামে এস আলম গ্রুপের সম্পত্তি জব্দ | চ্যানেল আই অনলাইন

খেলাপি ঋণ আদায়ে ঢাকা ও চট্টগ্রামে এস আলম গ্রুপের সম্পত্তি জব্দ | চ্যানেল আই অনলাইন

ইসলামী ব্যাংকের খাতুনগঞ্জ শাখা থেকে নেয়া ১০ হাজার ২৮০ কোটি টাকার খেলাপি ঋণ আদায় করতে এস আলম গ্রুপের মালিকানাধীন সম্পত্তি, শেয়ার এবং ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।

বৃহস্পতিবার  (৩ জুলাই) অর্থঋণ আদালত–১-এর (অর্থঋণ আদালত) বিচারক মো. হেলাল উদ্দিন এই নির্দেশ দেন।

আদালতের আদেশ অনুযায়ী, ঢাকার মতিঝিলে চারতলা একটি বাণিজ্যিক ভবন এবং ৫ কাঠা ও ৯ দশমিক ৯০ শতাংশ জমি জব্দ করা হয়েছে, যা এস আলম ভেজিটেবল ওয়েল লিমিটেডের চেয়ারম্যান ফারজানা পারভীন ২০২৩ সালের ১৩ অগাস্ট কিনেছিলেন।

এছাড়াও, এসএস পাওয়ার লিমিটেডের ৫৮ কোটি টাকার বেশি মূল্যের শেয়ার এবং সোনালী কার্ডো লজিস্টিক লিমিটেডের ১১৭ দশমিক ৭৫ কোটি টাকার শেয়ার স্থগিত করা হয়েছে।

চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারা ও আলোকডিয়া মৌজায় অবস্থিত ৩১ হাজার ২৫১ দশমিক ৭০ শতাংশ জমি, স্থাপনা, যন্ত্রপাতি, কাঁচামাল এবং অন্যান্য সম্পদ জব্দের নির্দেশও দিয়েছে আদালত।

মামলার নথি অনুযায়ী, এই সম্পদগুলো এস আলম সিমেন্ট, এস আলম ভেজিটেবল অয়েল এবং সোনালী কার্ডো লজিস্টিক লিমিটেডের। এগুলো এস আলম গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান।

আদালত গুলশান সার্কেল–১-এর একটি ব্যাংক শাখায় থাকা এসএস পাওয়ার লিমিটেডের ৩টি এমএসএনডি (মাসিক সঞ্চয়) হিসাবও জব্দ করার নির্দেশ দিয়েছে, যার মধ্যে রয়েছে যথাক্রমে ১০২ দশমিক ৩৯ কোটি টাকা, ৩৫ দশমিক ৮৫ কোটি টাকা এবং ৭৭৮ দশমিক ৩১ টাকা।

ইসলামী ব্যাংকের খাতুনগঞ্জ শাখা গত ২২ জুন খেলাপি ঋণ আদায়ের এই মামলা দায়ের করে।

Scroll to Top