ডেঙ্গুতে মৃত্যু ১, আক্রান্ত ৪১৬ | চ্যানেল আই অনলাইন

ডেঙ্গুতে মৃত্যু ১, আক্রান্ত ৪১৬ | চ্যানেল আই অনলাইন

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন আরও ৪১৬ জন, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৩২ জন।

বুধবার (২ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত নারী (৩৫) রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জে।

এ ছাড়া একই সময়ে আক্রান্তদের ১৬৫ জন বরিশাল বিভাগের বাসিন্দা। এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৬৫ ও উত্তর সিটি কর্পোরেশনে ২৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। সিটি কর্পোরেশনের বাইরে চট্টগ্রাম বিভাগে ২৩, ঢাকা বিভাগে ৫৫, খুলনা বিভাগে ১৮, ময়মনসিংহ বিভাগে ১০ ও রাজশাহী বিভাগে ৫১ জন আক্রান্ত হয়েছেন।

Scroll to Top