প্রতি বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিনটিকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার । এদিন সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার।
বুধবার (২ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসানের জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকার প্রতিবছর ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ (সাধারণ ছুটিসহ) হিসেবে ঘোষণা করেছে এবং উক্ত তারিখ ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালনের নিমিত্ত জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ২১ অক্টোবর ২০২৪ তারিখের ০৪.০০.০০০০.৪১৬.২৩.০০২.১৭.৬১৪ সংখ্যক পরিপত্রের ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
এর আগে গত ১৯ জুন ছাত্র-জনতার অভ্যুত্থান দিবস হিসেবে ৫ আগস্ট সরকারি ছুটির সিদ্ধান্ত নেয় সরকার। উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক শেষে এ তথ্য জানান সংস্কৃতি উপদেষ্ঠা মোস্তফা সারওয়ার ফারুকী।