টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, ইমন-তানভীরের অভিষেক

টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, ইমন-তানভীরের অভিষেক

টেস্টে সিরিজের হারের হতাশা দূর করতেই শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামছে বাংলাদেশ। কলম্বোতে সিরিজের প্রথম ওয়ানডে অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছে মেহেদি হাসান মিরাজের। তবে নিজের প্রথম ম্যাচেই টসে হারলেন তিনি। টসে হেরে প্রথমে ফিল্ডিং করবে বাংলাদেশ।

২০ বছর পর পঞ্চপাণ্ডব ছাড়া ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ। নতুন অধিনায়ক মিরাজের অধীনে প্রথম ম্যাচেই টসে হেরেছে বাংলাদেশ।

কলম্বোতে সিরিজের প্রথম ম্যাচে অভিষেক হচ্ছে দুই বাংলাদেশ ক্রিকেটারের। পারভেজ হোসেন ইমন ও তানভীর ইসলাম আজ প্রথমবারের মতো ৫০ ওভারের ফরম্যাটে মাঠে নামছেন।

বাংলাদেশের মতো শ্রীলংকান একাদশেও আছেন অভিষিক্ত ক্রিকেটার। প্রথমবারের মতো ওয়ানডে খেলতে নামছেন মিলান রত্নায়েকে।

তিন পেসার ও দুই স্পিনার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। শ্রীলংকাও খেলবে তিন পেসার ও দুই পেসার নিয়ে।

বাংলাদেশ একাদশ– তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলি, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।

শ্রীলংকা একাদশ- পাথুম নিশানকা, নিশাল মাদুশংকা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাংকা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মিলান রত্নায়েকে, মহেশ থিকসানা, এহসান মালিঙ্গা, আসিথা ফার্নান্দো।

Scroll to Top