কাবরেরার পদত্যাগ দাবি বাফুফে সদস্যের

কাবরেরার পদত্যাগ দাবি বাফুফে সদস্যের

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হেড কোচের পদত্যাগ চেয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) এক সদস্য সাখাওয়াত হোসেন। নির্বাহী কমিটির সংবাদ সম্মলনে এমন দাবি তোলেন সাখাওয়াত। তিনি বাফুফের নির্বাহী কমিটির সদস্যের সঙ্গে বাফুফের জাতীয় দল কমিটিরও সদস্য।

আজ শনিবার (১৪ জুন) রাজধানীর মহাখালীতে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানের আয়োজন করে বাফুফে। মঞ্চে উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির ১৪ সদস্য। সাখাওয়াত হোসেন নিজের বক্তব্যে দাবি তোলেন, আমার একটাই এজেন্ডা, কারবেরার পদত্যাগ চাই।

গত ১০ জুন জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ নিয়ে তুমুল উন্মাদনা তৈরি হয়েছিল। সেই ম্যাচে ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ম্যাচে বাংলাদেশ কোচের দল পরিচালনার নিয়ে নানান সমালোচনা উঠেছে।

দলে হামজা চৌধুরী, সামিত সোমের মতো তারকা ফুটবলার আসার পরও কারবারের যে কৌশলে মাঠে খেলিয়েছেন সেটার সমালোচনা করেছেন অনেক। দলের কৌশল, খেলোয়াড় নির্বাচন ও বদলি খেলোয়াড় নামানো নিয়ে কাবরেরার তীব্র সমালোচনা উঠেছে।

সাখাওয়াত হোসেন নিজের বক্তব্যে বলেন, ‘আমার একমাত্র এজেন্ডা জাতীয় দল। এই কমিটির একজন সদস্য হিসেবে স্পষ্ট করে বলছি, আমি কাবরেরার পদত্যাগ চাই। এটা ১৮ কোটি মানুষের দাবি। আমি ১৮ কোটি মানুষকে মুক্ত করতে চাই।’

সাখাওয়াতের এমন বক্তব্যে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, ‘বিষয়টা নিয়ে আমরা নিজেদের মধ্যে কথা বলব। কোচের কাজের পর্যালোচনা হবে। সেটা হওয়ার পর কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হলে নেওয়া হবে। তার আগ পর্যন্ত যেভাবে চলছে সেভাবে চলবে।’

Scroll to Top