দেশজুড়ে বাড়ছে করোনা সংক্রমণ, হাসপাতালগুলোতে শুরু হচ্ছে পরীক্ষা | চ্যানেল আই অনলাইন

দেশজুড়ে বাড়ছে করোনা সংক্রমণ, হাসপাতালগুলোতে শুরু হচ্ছে পরীক্ষা | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

দেশজুড়ে আবারও বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। ফলে হাসপাতালগুলোতে সীমিত পরিসরে করোনা পরীক্ষার ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, জরুরি চাহিদা বিবেচনায় আন্তর্জাতিক রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে ইতোমধ্যে ২৮ হাজার দ্রুত পরীক্ষার কিট দেশে এসেছে। আরও ১০ হাজার আরটিপিসিআর কিট আসার কথা রয়েছে। পাশাপাশি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও ইউনিসেফের কাছে ১ লাখ আরটিপিসিআর এবং ৫ লাখ দ্রুত শনাক্তকরণ কিট চাওয়া হয়েছে। দেশীয় সরবরাহকারীদের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে। চীনা দূতাবাসের সঙ্গেও আলোচনার বিষয়টি প্রক্রিয়াধীন।

বুধবার (১১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক হালিমুর রশীদ গণমাধ্যমকে এসব তথ্য জানান।

তিনি বলেন, যেসব হাসপাতালে আরটি–পিসিআর ল্যাব রয়েছে, করোনা পরীক্ষা পুনরায় চালু করার প্রস্তুতি নিতে তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

অধ্যাপক হালিমুর রশীদ বলেন, আমরা আশা করছি, আগামী ১০ দিনের মধ্যে করোনা পরীক্ষার ব্যবস্থা আবার চালু করা যাবে- তবে তা সীমিত পরিসরে হবে।

যে হাসপাতালগুলোতে হবে পরীক্ষা: 

প্রাথমিকভাবে ঢাকা মেডিকেল কলেজ, মুগদা জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ বিভাগীয় শহরের হাসপাতালগুলোতে পরীক্ষা চালু হবে। যেসব হাসপাতালে আরটি–পিসিআর ল্যাব রয়েছে, শুধু সেখানেই শুরুতে এই সুবিধা মিলবে।

প্রসঙ্গত, মঙ্গলবার (১০ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় ১৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। ১০১ জনের নমুনা পরীক্ষা করে এই ১৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তবে ২৪ ঘণ্টায় আক্রান্ত কারও মৃত্যু হয়নি।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের প্রত্যেকেই ঢাকা মহানগরী এলাকার বাসিন্দা। এর আগে গতকাল (৯ জুন) ৪১ জনের নমুনা পরীক্ষায় ৫ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন দুজন। এর ফলে এ সংখ্যা ২০ লাখ ১৯ হাজার ৩৭৮ জনে দাঁড়িয়েছে।

Scroll to Top