সচিবালয়ে বিক্ষোভকারীদের নতুন কর্মসূচি ঘোষণা | চ্যানেল আই অনলাইন

সচিবালয়ে বিক্ষোভকারীদের নতুন কর্মসূচি ঘোষণা | চ্যানেল আই অনলাইন

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে টানা তৃতীয় দিনের মতো সচিবালয়ে বিক্ষোভ করছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে আজ বিকেলে নির্ধারিত আইন উপদেষ্টার সঙ্গে বৈঠকটি শেষ মুহূর্তে বাতিল হয়ে যায়।

আজ সোমবার (২৬ মে) বিকেল ২টায় বিক্ষোভরত কর্মচারীদের সঙ্গে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকায় তিনি এ বৈঠকে সময় দিতে পারছেন না বলে জানানো হয়। বৈঠক বাতিলের পর নতুন কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত কর্মচারীরা।

বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান বাদিউল কবীর বলেন, যতক্ষণ না পর্যন্ত এই কালাকানুন বাতিল করা হবে, ততক্ষণ আন্দোলন চলবে। আগামীকাল (মঙ্গলবার) সকাল ১০টায় আবারও সচিবালয়ে বিক্ষোভ মিছিল করা হবে। পাশাপাশি সারাদেশের সরকারি কর্মচারীদের নিজ নিজ কর্মস্থল থেকে একযোগে আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি।

এর আগে সকাল ১১টার দিকে সচিবালয়ের বাদামতলায় জড়ো হয়ে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বিক্ষোভ করেন কর্মচারীরা। তারা ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ কে ‘নিবর্তনমূলক ও কালাকানুন’ হিসেবে আখ্যা দিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানান।

প্রসঙ্গত, এই অধ্যাদেশ পাস হলে সরকারি চাকরিতে নিয়োগ, বদলি, পদোন্নতি ও চাকরিচ্যুতির মতো বিষয়গুলোতে অধিকতর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ আরোপ করা হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কর্মকর্তারা। তাদের দাবি, এতে সরকারি চাকরিজীবীদের স্বাধীনতা ও পেশাগত নিরাপত্তা বিঘ্নিত হবে।

চলমান এই আন্দোলনের ফলে সচিবালয়ের স্বাভাবিক কর্মকাণ্ডে কিছুটা বিঘ্ন দেখা দিয়েছে বলে জানা গেছে। তবে আন্দোলনকারীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলমান থাকবে।