জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত তথ্য সুরক্ষায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর। তিনি বলেন, বাংলাদেশের নাগরিকদের তথ্য সংরক্ষণের ডেটা সেন্টার এখন পরিপূর্ণ নিরাপদ।
সোমবার (১৯ মে) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ডেটা সেন্টার নিয়মিত নিজস্ব জনবল দিয়ে পরীক্ষা করা হচ্ছে। কোথাও কোনো অসুবিধা বা নিরাপত্তা দুর্বলতা আছে কি না, তা খতিয়ে দেখা হয়েছে। আমরা প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করেছি।
এ সময় অতীতে এনআইডি তথ্য ফাঁসের ঘটনায় উদ্বেগ থাকলেও বর্তমানে সেই ঝুঁকি নেই বলে তিনি জানান, আমাদের অবস্থান থেকে যতগুলো ইনিশিয়েটিভ নেওয়া দরকার, সবই নিয়েছি। আগে অনেক নাগরিকের দুটি করে এনআইডি ছিল। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, সেসবের মধ্যে প্রথমটি রেখে দ্বিতীয়টি বাতিল করা হয়েছে। এখন আমাদের কাছে জানা মতে, আর কারো দুটি এনআইডি নেই।
প্রসঙ্গত, গত কয়েক বছরে একাধিকবার এনআইডি ডেটা ফাঁসের অভিযোগ উঠেছিল, যা নিয়ে জনমনে উদ্বেগ দেখা দেয়। তবে নির্বাচন কমিশনের কর্মকর্তারা দাবি করছেন, বর্তমানে এনআইডি ডেটা সুরক্ষায় আন্তর্জাতিক মানের নিরাপত্তা ব্যবস্থা চালু রয়েছে।