এনআইডি সার্ভার ও সেবা কার্যক্রমে থাকবে ধীরগতি

এনআইডি সার্ভার ও সেবা কার্যক্রমে থাকবে ধীরগতি

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভার নিয়মিত মেইনটেইন কাজের জন্য বিকেল ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত এনআইডি সেবা কার্যক্রম ধীরগতি থাকবে বলে জানিয়েছেনির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (১৬ মে) সন্ধ্যায় নির্বাচন কমিশন থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এই সময়ের মধ্যে এনআইডি সেবা কার্যক্রম ধীরগতিতে থাকলেও সার্ভার সম্পূর্ণরূপে বন্ধ হবে না। নির্ধারিত সময় শেষে সব ধরনের সেবা পুরোদমে চালু থাকবে।

এনআইডি সার্ভারে সাড়ে ১২ কোটি ভোটারের তথ্য রয়েছে। এসব ভোটারের তথ্য যাচাই সেবা ১৮৬টি প্রতিষ্ঠান নিয়ে থাকে। সার্ভার স্লো থাকায় এই সেবা বিঘ্ন হবে।

Scroll to Top