রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাজ্যে সাইবার হ্যাকিংয়ের অভিযোগ

রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাজ্যে সাইবার হ্যাকিংয়ের অভিযোগ

রাশিয়ার সিকিউরিটি সার্ভিস এফএসবি’র বিরুদ্ধে সাইবার হ্যাকিংয়ের অভিযোগ করেছে যুক্তরাজ্য সরকার। বিশেষ করে দেশটির রাজনীতিবিদ, শিক্ষাবিদ, সাংবাদিকসহ জনসাধারণের বিভিন্ন তথ্য চুরি করছে এই সাইবার হ্যাকিং গোষ্ঠী।

বৃহস্পতিবার ৭ ডিসেম্বর বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার এফএসবি সাইবার আক্রমাণের মাধ্যমে যুক্তরাজ্যের নাগরিকদের তথ্য চুরি করছে।

Bkash

প্রতিবেদনে বলা হয়, ফেব্রুয়ারিতে বিবিসির এক প্রতিবেদকের কাছে যুক্তরাজ্যের এক এমপি তার ইমেইল চুরি হওয়ার কথা জানান। যুক্তরাজ্য বলছে, এই তথ্য চুরির ঘটনা নির্বাচনকে প্রভাবিত করবে। যেভাবে গত নির্বাচনেও হয়েছিল।

যদিও রাশিয়া বরাবরের মতো সাইবার হামলা বা হ্যাকিংয়ের বিষয়টা অস্বীকার করছে। তবে পশ্চিমা কর্মকর্তারা বলছেন, ‘রাশিয়া যুক্তরাজ্যের গণতান্ত্রিক প্রক্রিয়াকে টার্গেট করছে।’

Scroll to Top