রাজনীতিতে বেশি মনোযোগী ইলন মাস্ক, টেসলার সিইও পদ হারানোর শঙ্কা

রাজনীতিতে বেশি মনোযোগী ইলন মাস্ক, টেসলার সিইও পদ হারানোর শঙ্কা

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ইলন মাস্কের ক্রমবর্ধমান রাজনৈতিক সক্রিয়তা এবং টেসলার শেয়ারমূল্যের ধারাবাহিক পতনের প্রেক্ষাপটে কোম্পানিটির পরিচালনা পর্ষদ সিইও পদে নেতৃত্ব পরিবর্তনের বিষয়ে সক্রিয়ভাবে ভাবনা-চিন্তা করছে। 

যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, ২০২৫ সালের মার্চ মাসের শুরুতেই টেসলার বোর্ডের সদস্যরা এ বিষয়ে অভ্যন্তরীণ আলোচনায় বসেন। মাস্কের সরকারি কর্মকাণ্ডে অতিমাত্রায় জড়িয়ে পড়া এবং মূল ব্যবসা কার্যক্রম থেকে মনোযোগ সরে যাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে।

বিশেষ করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের উদ্যোগে গঠিত ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সিতে মাস্কের সক্রিয় ভূমিকা এবং সেখানে বিতর্কিত কর্মী ছাঁটাই তদারক করায় বোর্ডের উদ্বেগ আরও বেড়েছে।

এদিকে সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, ২০২৫ সালে টেসলার শেয়ারের মূল্য সর্বোচ্চ ৪৫ শতাংশ পর্যন্ত কমে যায়। বাজারে আংশিক পুনরুদ্ধার হলেও দীর্ঘমেয়াদি পতন বিনিয়োগকারীদের আস্থা অনেকটাই ক্ষুণ্ন করেছে। বোর্ড সদস্যরা মনে করছেন, মাস্ক তার সময়ের বড় অংশ ব্যবসার পরিবর্তে সরকারি দায়িত্বে ব্যয় করছেন, যা কোম্পানির জন্য ক্ষতিকর।

চাপের মুখে গত সপ্তাহে ইলন মাস্ক ঘোষণা দেন, তিনি ওয়াশিংটনের দায়িত্ব হ্রাস করে আবারও টেসলার কার্যক্রমে মনোযোগ বাড়াবেন। তবে রয়টার্স জানিয়েছে, প্রশাসনে মাস্কের বিতর্কিত কর্মকাণ্ড, বিশেষ করে ফেডারেল কর্মীদের ব্যাপক ছাঁটাই, তাকে ঘিরে নেতিবাচক প্রতিক্রিয়া বাড়িয়েছে। ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে টেসলার শোরুম ও চার্জিং স্টেশনগুলোতে বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনাও ঘটেছে। কারণ হিসেবে মাস্কের ইউরোপের অতি-ডানপন্থী রাজনৈতিক শক্তিগুলোর প্রতি প্রকাশ্য সমর্থনকেই দায়ী করা হচ্ছে।

এদিকে, টেসলার গাড়ির মডেলগুলো দীর্ঘদিন ধরে কোনো বড় পরিবর্তন ছাড়াই পুরানো হয়ে উঠছে, ফলে বিক্রিও হ্রাস পাচ্ছে। এর সঙ্গে কোম্পানির প্রথম প্রান্তিকে আয় ৭১ শতাংশ কমে যাওয়ায় আর্থিক পারফরম্যান্স আরও দুর্বল হয়ে পড়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বোর্ড সদস্যরা মাস্কের সঙ্গে দেখা করে তাকে কোম্পানির প্রতি আরও মনোযোগী হওয়ার জন্য জনসমক্ষে প্রতিশ্রুতি দেওয়ার আহ্বান জানিয়েছেন। যদিও উত্তরাধিকার পরিকল্পনা নিয়ে কিছু আলোচনা হয়েছে, তবে এখনও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি।

Scroll to Top