স্পোর্টস ডেস্ক
৩০ এপ্রিল ২০২৫ ১০:২৩
রিয়াল মাদ্রিদকে বিদায় বলে তার ব্রাজিলের দায়িত্ব নেওয়া ছিল সময়ের ব্যাপার মাত্র। ঠিক সেই মুহূর্তেই পালটে গেল সব হিসাব নিকাশ। শেষ মুহূর্তে ব্রাজিলের কোচ হওয়ার দৌড় থেকে ছিটকে যেতে পারেন কার্লো আনচেলত্তি। শোনা যাচ্ছে, আপাতত রিয়ালেই থেকে যাচ্ছেন তিনি।
গত কয়েক মাস ধরেই তার রিয়াল ছাড়ার গুঞ্জনটা জোরালো হয়েছে। সবশেষ জানা গিয়েছিল, কোপা ডেল রের ফাইনালের পরপরই রিয়াল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দেবেন আনচেলত্তি। শোনা যাচ্ছিল, আগামী জুনেই ব্রাজিলের কোচ হিসেবে নিয়োগ পাবেন তিনি। এই মৌসুমে লা লিগার শেষ ম্যাচে রিয়ালের পক্ষ থেকে আনচেলত্তিকে বিদায়ী সংবর্ধনা দেওয়ার প্রস্তুতিও নিয়ে রেখেছিল বার্নাব্যু।
রিয়াল ছাড়ার ইস্যুতে ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে আনচেলত্তির বৈঠকের পরপরই বদলে গেল সবকিছু। স্প্যানিশ ও ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম বলছে, শেষ মুহূর্তে গিয়ে নাটকীয় মোড় নিয়েছে আনচেলত্তির ব্রাজিল যাত্রা। এই মুহূর্তে আনচেলত্তিকে ছাড়তে চাচ্ছে না রিয়াল, ধারণা করা হচ্ছে এমনটাই।
জানা গেছে, রিয়ালের সঙ্গে এখনো এক বছর চুক্তি বাকি থাকায় এখনই আনচেলত্তিকে এক্সিট ফি দিতে রাজি হচ্ছেন না পেরেজ। এত মোটা অংকের এক্সিট ফি পরিশোধ করে আনচেলত্তিকে নিতে রাজি নয় ব্রাজিলও।
এসব টানাপোড়নের মধ্যেই তাই রিয়াল মাদ্রিদ ছাড়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন আনচেলত্তি। আগামী জুনে ব্রাজিলের দায়িত্ব নেওয়ার সম্ভাবনা তাই নেই বললেই চলে। ক্লাব বিশ্বকাপ পর্যন্ত রিয়ালেই থেকে যাচ্ছেন তিনি। এরপর রিয়াল ছেড়ে অন্য কোথাও যাওয়ার ব্যাপারে ভাববেন আনচেলত্তি।
এদিকে আনচেলত্তিকে না পেয়ে জুনের আগেই নতুন কোচের সন্ধানে নামতে হচ্ছে ব্রাজিলকে। বিশ্বকাপ বাছাইপর্বের আগেই আল হিলাল কোচ জর্জ হেসুসকে দায়িত্ব দিতে পারে ব্রাজিল ফুটবল ফেডারেশন।
সারাবাংলা/এফএম
কার্লো আনচেলত্তি
কোচ
ব্রাজিল
রিয়াল মাদ্রিদ