স্পোর্টস ডেস্ক
১৭ এপ্রিল ২০২৫ ১৭:৪৭
ভারত ক্রিকেট দলের বহুল প্রতীক্ষিত কেন্দ্রীয় চুক্তি ঘোষণা হবে শীঘ্রই। বিসিসিআইয়ের ঘোষণা করতে যাওয়া এই তালিকায় থাকছে তিন নতুন মুখ। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, অভিষেক শর্মা, নিতিশ কুমার রেড্ডি ও হার্শিত রানার নাম অন্তর্ভূক্ত হতে যাচ্ছে বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তিতে।
বিসিসিআইয়ের পলিসি অনুযায়ী, কমপক্ষে তিন টেস্ট, আট ওয়ানডে কিংবা দশটি টি-টোয়েন্টি খেলার পরই একজন ক্রিকেটার কেন্দ্রীয় চুক্তির জন্য বিবেচিত হবেন এবং কেন্দ্রীয় চুক্তির জন্য নির্বাচিত হলে নিয়মানুযায়ী গ্রেড ‘সি’-তে তালিকাভূক্ত হবেন। এখন পর্যন্ত ১৭টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন অভিষেক। সেই হিসেবে তার কেন্দ্রীয় চুক্তি পেতে আর কোনো বাধা থাকছে না।
অভিষেক ছাড়া নিতিশ রেড্ডিও আছেন কেন্দ্রীয় চুক্তির আওতায় আসার দৌড়ে। ২১ বছর বয়সী এই অলরাউন্ডার পাঁচ টেস্টের সাথে খেলেছেন চারটি টি-টোয়েন্টিও। হার্শিত রানা খেলেছেন দুই টেস্ট, পাঁচ ওয়ানডে আর একটি টি-টোয়েন্টি। কাজেই কেন্দ্রীয় চুক্তিতে বিবেচিত হওয়ার জন্য ন্যুনতম ম্যাচ খেলার মানদণ্ড পূরণ হচ্ছে দুজনেরই।
কেন্দ্রীয় চুক্তিতে আসতে পারেন স্পিনার বরুণ চক্রবর্তীও। আগের তালিকা থেকে ছিটকে পড়া শ্রেয়াস আইয়ারও ব্যাট হাতে পারফর্ম করে চুক্তিভূক্ত হওয়ার জোর দাবি জানিয়েছেন। যদিও তারা কোন গ্রেডে চুক্তিভূক্ত হবেন বা আদৌ হবেন কিনা, সেটা এখনও নিশ্চিত নয়।
শীর্ষ ‘এ+’ গ্রেডে রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা ও জাসপ্রিত বুমরাহই থাকছেন, এই তালিকায় কোনো পরিবর্তন আসার সম্ভাবনা নেই বললেই চলে। অবশ্য সব মিলিয়ে কেন্দ্রীয় চুক্তির গ্রেডিংয়ে দুই থেকে তিনটি পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছে ক্রিকবাজ।
সারাবাংলা/জেটি
অভিষেক শর্মা
কেন্দ্রীয় চুক্তি
বিরাট কোহলি
বিসিসিআই
ভারত ক্রিকেট দল
রোহিত শর্মা