নির্বাচনের ব্যালট পেপারের কাগজের পরিমাণ নিয়ে বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ের (বিজি প্রেস) সাথে নির্বাচন কমিশনের আলোচনা হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) বৈঠক শেষে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ কথা জানান।
সিনিয়র সচিব বলেন, নির্বাচনে কাগজের পরিমাণ নিয়ে বিজি প্রেসের সাথে ইসির আলোচনা হয়েছে।
তিনি আরও জানান, মন্ত্রীপরিষদ বিভাগ থেকে পাঠানো আশু বাস্তবায়নযোগ্য প্রস্তাব নিয়ে কাজ চলছে। ৩০ এপ্রিল ইসির মতামত পাঠানো হবে।