ইতিহাস গড়ার দিনেও শান্তর মন খারাপ

ইতিহাস গড়ার দিনেও শান্তর মন খারাপ

স্পোর্টস করেসপন্ডেন্ট

সকালে এক ইতিহাস গড়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের দেশে এর আগে কখনোই রঙিন পোশাকের ক্রিকেট ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। আজ সেই বান্ধত্ব ঘুচেছে। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয়টিতে কিউইদের আজ স্রেফ নাস্তানাবুদই করেছে বাংলাদেশ।

আগে বোলিং করে স্বাগতিকদের মাত্র ৯৮ রানেই গুটিয়ে দিয়েছেন বাংলাদেশি পেসাররা। পরে মাত্র ১ উইকেট হারিয়ে ২০৯ বল হাতে রেখেই জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। তবে ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর আক্ষেপ থেকেই যাচ্ছে। এবার কিউইদের বিপক্ষে সিরিজ জয়ের কথা বলেছিলেন। সেই স্বপ্ন সত্যি হয়নি বলেই মন খারাপ নাজমুলের।

সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ জয় নিশ্চিত করে রেখেছে নিউজিল্যান্ড। বাংলাদেশ আজ জেতায় সিরিজ শেষ হলো ২-১ ব্যবধানে।

আজ ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্ত বলেন, ‘জিততে পেরে ভালো লাগছে। আমরা পরিকল্পনা আজ পুরোপুরি বাস্তবায়ন করতে পেরেছি। সবচেয়ে বড় কথা দল জিতেছে। ইতিহাস চিন্তা করলে অবশ্যই গর্বের ব্যাপার। তবে আমাকে জিজ্ঞাসা করলে বলব, সিরিজ জিততে এসেছিলাম। এটা আমি মিন (সত্যিই জিততে চেয়েছিলেন) করেই বলেছিলাম।’

‘প্রথম ম্যাচে একটু দুর্ভাগা ছিলাম, বৃষ্টির কারণে বোলিং অপশন শেষ হয়ে গিয়েছিল। অবশ্যই জিততে পেরে খুশি, তবে সিরিজ জিততে পারলে আরও ভালো লাগত।’- যোগ করেন নাজমুল।

আজ জয়ের রাস্তাটা বোলাররাই পাকা করে দিয়েছে। প্রতিপক্ষকে ৯৮ রানেই গুটিয়ে দেওয়া মানে জয়ের একদম কাছাকাছি চলে যাওয়া। ম্যাচসেরা তরুণ তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, সৌম্য সরকার বাংলাদেশের এই তিন পেসারই তিনটি করে উইকেট নিয়েছেন। অপর উইকেটটি নিয়েছেন অপর পেসার মোস্তাফিজুর রহমান।

নাজমুল হোসেন শান্ত জয়ের কৃতিত্ব দিলেন সবাইকেই, ‘যাকে যখন বোলিংয়ে এনেছি সবাই সবার দায়িত্ব পালন করেছে। শরীফুল দ্বিতীয় স্পেলে এসে যখন ব্রেক থ্রু দিয়েছে, সেটা “মোমেন্টাম” আমাদের দিকে নিয়ে এসেছে। আমি নির্দিষ্ট কাউকে কৃতিত্ব দিতে চাই না। প্রত্যেক বোলার দায়িত্ব নিয়ে বল করেছে, পরিকল্পনা মাফিক বল করেছে।’

সারাবাংলা/এসএইচএস

Scroll to Top