কর্ণাটকের স্কুলে হিজাব নিষেধাজ্ঞা বাতিল – DesheBideshe

কর্ণাটকের স্কুলে হিজাব নিষেধাজ্ঞা বাতিল – DesheBideshe

কর্ণাটকের স্কুলে হিজাব নিষেধাজ্ঞা বাতিল – DesheBideshe

নয়াদিল্লি, ২৩ ডিসেম্বর – ভারতের কর্ণাটক রাজ্যের সরকারি স্কুলগুলো থেকে হিজাব নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী কে সিদ্দারামাইয়া।

শুক্রবার এ নির্দেশ দেয়া হয়েছে বলে তিনি নিজেই জানিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

কে সিদ্দারামাইয়া তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, আমি ইতিমধ্যেই সরকারি কর্তাদের বলেছি, শনিবার (আজ) থেকে যেন হিজাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়া হয়।

তিনি আরও লিখেছেন, পোশাক, খাবার–দাবার, এসব প্রতিটি মানুষের একান্ত ব্যক্তিগত পছন্দের বিষয়। এসব বিষয়ে কারও হস্তক্ষেপ করা উচিত নয়।

গত বছর বিজেপি শাসিত সরকারের আমলে বিজেপির মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাই কর্ণাটকের স্কুলগুলোতে মুসলিম শিক্ষার্থীদের হিজাব বা স্কার্ফ পরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। এ সিদ্ধান্তের জেরে রাজ্যের উত্তেজনা এতটাই প্রকট হয়েছিল যে, শেষে আদালত পর্যন্ত গড়ায় বিষয়টি। সম্প্রতি কর্ণাটকের মুখ্যমন্ত্রী হয়েছেন কে সিদ্দারামাইয়া।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৩ ডিসেম্বর ২০২৩

Scroll to Top