পিএসএলের জন্য এখনো এনওসি চায়নি নাহিদ-লিটনরা

পিএসএলের জন্য এখনো এনওসি চায়নি নাহিদ-লিটনরা

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৫ মার্চ ২০২৫ ২২:৫৯ | আপডেট: ১৬ মার্চ ২০২৫ ০০:১৪

এপ্রিলে মাঠে গড়াতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসর। এবারের পিএসএলে দল পেয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার- নাহিদ রানা, লিটন দাস ও রিশাদ হোসেন। তবে তিনজনের একজনও এখনো পিএসএল খেলতে অনাপত্তি চেয়ে আবেদন করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে।

বিষয়টি নিশ্চিত করেছেন খোদ বিসিবি সভাপতি ফারুক আহমেদ। পিএসএল মাঠে গড়াবে ১১ এপ্রিল। এপ্রিলে জিম্বাবুয়ে ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসছে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে। তাহলে বাংলাদেশি ক্রিকেটারদের কী দেখা যাবে না পিএসএলে? শঙ্কা থেকেই যাচ্ছে।

আজ শনিবার (১৫ মার্চ) ইফতার মাহফিলের আয়োজন করে বিসিবি। ইফতার শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। পিএসএলের জন্য ক্রিকেটারদের ছাড়া হবে কিনা, এমন প্রশ্নে ফারুক আহমেদ বলেন, ‘এখনও তারা কেউ (এনওসির জন্য) এপ্লাই করেনি। আমি যতটুকু জানি তারা ছুটির জন্য দরখাস্ত করেনি। তারা যখন করবে তখনই আমরা সিদ্ধান্ত নিতে পারব। তারা যখন এপ্লাই করবে তখন বলতে পারব। এখন বলতে পারছি না।’

এবারের পিএসএলে অংশ নিচ্ছে ৬টি দল। তাতে তিন বাংলাদেশিকে দলে ভিড়িয়েছে তিনটি দল। গোল্ড ক্যাটাগরিতে নাহিদ রানাকে নিয়েছে পেশোয়ার জালমি। সিলভার ক্যাটাগরিতে রিশাদ হোসেনকে নিয়েছে লাহোর কালান্দার্স। আর লিটন দাসকে নিয়েছে করাচি কিংস। লিটনও দল পেয়েছেন সিলভার ক্যাটাগরিতে।

সারাবাংলা/এসএইচএস

পিএসএল
বিসিবি

Scroll to Top